মা কঙ্কালির মন্দির
কঙ্কালীতলা। হিন্দু পুরাণমতে 51 শক্তিপীঠের অন্যতম।
দক্ষযজ্ঞে দেবাদিদেব মহাদেবের অপমান সহ্য করতে না পেরে পার্বতী উমা যজ্ঞস্থলেই দেহত্যাগ করেন। পার্বতীর দেহত্যাগ মহাদেবকে ক্রোধে উন্মাদ করে তোলে। পার্বতীর প্রাণহীন দেহ স্কন্ধে ধারণ করে তিনি ত্রিভুবন তোলপাড় করে তোলেন। বিশ্বব্রহ্মাণ্ডকে শিবের রোষানল থেকে রক্ষা করতে নারায়ন সুদর্শন চক্রকে প্রেরণ করেন পার্বতীর প্রাণহীন দেহকে খন্ড-খন্ড করতে। সুদর্শন চক্র দেবী পার্বতীর দেহকে ৫১টি খন্ড করেন। সেই ৫১টি খন্ড ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পতিত হয়। সেই পবিত্র স্থানগুলিই ৫১ শক্তিপীঠ।
Read more
Mission and Vision